Ami Tomar Kache Jabo lyrics (আমি তোমার কাছে যাবো) - Minar Rahman

Ami Tomar Kache Jabo lyrics ( আমি তোমার কাছে যাবো ) - Minar Rahman 

 


 
Song : Ami Tomar Kache Jabo
Flim  : Griffin
Singer : Minar Rahman
Lyrics : Minar Rahman
Music : Rezwan Sheikh
Label : Gaanchill Music 

 
 

Ami Tomar Kache Jabo lyrics  :

 
 
আমি তোমার কাছে যাবো 
কেউ জানতেও পারবেনা, 
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবেনা।  
আমি নিজেকে হারিয়ে কোথায় পালিয়ে 
আমি তোমার কাছে যাবো, 
কেউ বুঝতেও পারবেনা ..  

আমি তোমার কাছে যাবো 
কেউ জানতেও পারবে না, 
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না।  
আমি নিজেকে হারিয়ে কোথায় পালিয়ে 
আমি তোমার কাছে যাবো, 
কেউ জানতেও পারবেনা। 

ওই আকাশের কতটা তারও দূরে 
চোখ জুড়িয়ে কতটা ফানুস উড়ে 
আমি কে?
আমি তোমার সাথে যাবো 
পিছুটান রবে না,
আমি তোমার পাশে বসে 
কোনো গল্প বলবো না। 
আমি নীরবে দাঁড়িয়ে 
ঝুম বৃষ্টি হয়ে,
শুধু তোমায় ঘিরে রেখে 
আরতো ঝরবো না।  

সেই পথে আর হাঁটতেও পারবোনা
ওই চোখে চোখ রাখতেও পারবোনা,
ঘুম ভাঙা সকাল ডাকবে না, ডাকবে না 
রোদ মাখা বিকেল হাসবে না, হাসবে না। 

আমি তোমার কাছে যাবো 
কেউ জানতেও পারবেনা, 
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবেনা।  
আমি নিজেকে হারিয়ে, কোথায় পালিয়ে 
আমি তোমার কাছে যাবো ও ও.. 




Related Posts

Subscribe Our Newsletter

0 Response to "Ami Tomar Kache Jabo lyrics (আমি তোমার কাছে যাবো) - Minar Rahman"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel